
সেবা ডেস্ক: পালিয়ে যায় বাল্য বিয়ে করতে আসা বর। গতকাল ১৫ এপ্রিল সোমবার বাল্য বিয়ে বন্ধ করতে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল সোমবার বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর গ্রামের আক্রাম হোসেনের কন্যা সদ্য এসএসসি পরীক্ষার্থী আখি আক্তারের সাথে ময়মনসিংহ এলাকায় এক ছেলের সাথে বিয়ের দিন ধার্য করা। বিয়ে উপলক্ষে সর্ম্পুণ প্রস্তুতিও নেওয়া হয়।
খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বাল্য বিয়ে বন্ধ করতে উক্ত বাড়ীতে উপস্থিত হোন।
ম্যাজিস্ট্রেট আসার খবর শোনার সাথে সাথে বরের লোকজনসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন ঘটনার সত্যতা শিকার করে বলেন, ১৮ বছরের পুর্বে উক্ত মেয়েকে বিয়ে দেওয়া হবে না মর্মে অঙ্গীকার নামা দিয়েছে কন্যার পিতামাতা।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।