লিয়াকত হোসাইন লায়ন: মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরআন শরীফ অবমাননার অভিযোগে জামালপুরে আকাশ মিয়া (২০) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ জনতা।
![]() |
| কোরআন শরিফ অবমাননার অভিযোগে জামালপুরে যুবক আটক |
রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টার জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকা থেকে ওই যুবককে আটক করে থানায় নেয়া হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন। আটক আকাশ মিয়া জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার দিয়াবাড়ী গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আকাশ মিয়া তার পরিবারের কাছে নেশার জন্য টাকা দাবি করে। টাকা না পেয়ে ঘরে থাকা কুরআন শরীফ নিয়ে ছিড়ে ময়লাযুক্ত জায়গায় ফেলে দেয়। বিষয়টি জানাজানি হলে রাত ৯টার দিকে স্থানীয়রা আকাশ মিয়াকে জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে নিয়ে গণপিটুনি দিয়ে একটি দোকানে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত আকাশ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রতিবেশী দেলোয়ার হোসেন বলেন, আকাশ মিয়া রোববার কুরআন শরীফ ছিড়েছে। আজ জানাজানি হওয়ায় এলাকাবাসী তাকে ধরে পিটুনি দেয়। পরে আকাশ মিয়াকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আমরা কুরআন অবমাননার সঠিক বিচার চাই।
আকাশ মিয়ার মা খাদিজা বেগম জানান, শনিবার বিকেলে আকাশ টাকা না পেয়ে রাগারাগি করে কুরআন শরিফের পাতা ছিড়ে ফেলে। তারপর সে বাড়ীতে ছিল না। রোববার রাতে এলাকার লোকজন আকাশকে ধরে মারধর করে পুলিশে দিয়েছে। সে নেশার টাকার জন্য মাঝে মধ্যেই বাড়ীতে ঝগড়া করে। টাকা না দিলেই ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো।
অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, আকাশ মিয়া নিজ বাড়িতে কুরআন অবমাননা করে বলে স্থানীয়রা অভিযোগ করেন। শুনেছি সে মাদকাসক্ত। কুরআন অবমাননার ঘটনা প্রকাশ হলে রোববার রাতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গনপিটুনি দেয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

আবদুর রউফ তালুকদারকে বিজয়ী করার আহবান চরমোনাই পীর রেজাউল করিমের!

কারাতে মৈত্রী টুর্নামেন্টে জামালপুরের ১৮টি গোল্ডসহ ৪৭টি পদক জয়

যমুনা-ব্রহ্মপুত্র নদের চরগুলোতে বেগুন চাষে কৃষকের ভাগ্য বদল

বিএনপির জয় হলে ধানুয়া কামালপুরে ইমিগ্রেশন চালু করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত

মেলান্দহে স্কাউটস ডে ক্যাম্প


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।