
সেবা ডেস্ক: শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তি কেটে যাওয়ার পর শবে বরাতের ছুটির তারিখ পুনর্নিধারণ করেছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশে শবে বরাতের ছুটি ২১ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল নির্ধারণ করে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৭ এপ্রিল শাবান মাসের শুরু ধরে নিয়ে ২০১৯ সালের বর্ষপঞ্জিতে ২১ এপ্রিল শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল।
কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হওয়ায় গত ৮ এপ্রিল শুরু হয়েছে শাবান মাস। সেই হিসেবে বাংলাদেশে ২১ এপ্রিল রাতে শবে পালিত হবে।
এবার চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত দেয়ার পর তা নিয়ে প্রশ্ন উঠলে একটি উপকমিটি গঠন করো হয়। ওই কমিটি পর্যালোচনা করে আগের ঘোষণা অনুযায়ী ২১ এপ্রিল রাতেই শবে বরাত পালনের সিদ্ধান্ত দেয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।