
সেবা ডেস্ক: টাঙ্গাইলের জেলার উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানের (সংরক্ষিত) শপথ গ্রহণ আগামি ২৭ এপ্রিল (শনিবার) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্নসচিব এম ইদ্রিস সিদ্দিকী কর্তৃক ২১ এপ্রিল তারিখে সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া গেছে।
স্মারক নং ৪৬.৪১.৩০০০.০১৭.০০.০৮৪.১৭ (অংশ-৪)-১৬৭ (২১০) এর এই আদেশে জানানো হয়েছে, গত ১১ ও ১৬ এপ্রিল বাংলাদেশ গেজেটে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, মাদারিপুর, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার উপজেলা পরিষদ সমূহের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের তালিকা প্রকাশিত হয়।
নির্দেশে আরও জানানো হয়, টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর, সখীপুর, বাসাইল, ভুঞাপুর, ঘাটাইল, কালিহাতী, মির্জাপুর, ধনবাড়ী, নাগরপুর, মধুপুর ও গোপালপুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ ২৭ এপ্রিল সকাল ১০টায়, মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ সকাল ১১টায় এবং ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ বেলা ১২ টায় ঢাকা বিভাগীয় কমিশনার এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।
এছাড়া একই দিনে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, মাদারিপুর ও মানিকগঞ্জ জেলা সমূহের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ একই স্থানে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের হলফনামার মাধ্যমে স্থাবর/ অস্থাবর সম্পদের বিবরণী সংগ্রহ করে নিজ অফিসে সংরক্ষণপূর্বক এ অফিসে (ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়) প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ জানানো হল।
উল্লেখ্য: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে গত ৩১ মার্চ (রোববার) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিন পদে ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, ভোট কেন্দ্রে ভোটাদের উপস্থিত ছিল ৩২ দশমিক ৬৪ শতাংশ। ঘাটাইলের ১১৭ কেন্দ্রের সব কয়টিতে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে সর্বোচ্চ ৬৪ হাজার ১০৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ৩৪ হাজার ৭৪ ভোট পেয়ে বিজয়ী হন কাজী আরজু। নারী ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে শাহিনা সুলতানা শিল্পী সেলাইমেশিন প্রতীক নিয়ে ৩৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বিজয়ী হন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।