
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক নববধূর চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছেন তাঁর স্বামী। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আহত অবস্থায় নববধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্বামী-শাশুড়িকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার দাসগ্রামের নরেশ চন্দ্রের ছেলে রুমেন চন্দ্রের (২৫) সঙ্গে আট মাস আগে একই গ্রামের কামাল মহন্তের মেয়ে পিংকি রানী মহন্তের (২০) বিয়ে হয়। বিয়ের সময় রুমেনকে দুই লাখ ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের পর রুমেন বিদেশ যাওয়ার জন্য নববধূর পরিবারের কাছ পাঁচ লাখ টাকা দাবি করেন। কিন্তু পিংকি রানীর পরিবারের পক্ষে টাকা দেওয়া সম্ভব হয়নি। ফলে পিংকি রানীকে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হতে হয়। নির্যাতনের এক পর্যায়ে রুমেন পিংকির চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন বলেন, ‘স্ত্রীকে নির্যাতন করায় স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।