
সেবা ডেস্ক: শনিবার বিকেল সাড়ে তিনটায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ি গ্রামের মিয়াবাড়ি এলাকায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত কৃষক ওই গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মোঃ ছানু মিয়া(৬১)। নিহতের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
প্রতিবেশীরা জানান, দুপুরে খাবার খেয়ে প্রতিদিনের মতন কৃষক ছানু মিয়া বংশাই নদীর পাড়ে ঘাস কাটতে যায়। কিছুক্ষন পর বৃষ্টি এবং বজ্রপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।