শবে বরাতকে আদালতের বিষয়বস্ত না করার হাইকোর্টের নির্দেশ

S M Ashraful Azom
0
শবে বরাতকে আদালতের বিষয়বস্ত না করার হাইকোর্টের নির্দেশ
সেবা ডেস্ক:  পবিত্র শবে বরাত একটি ধর্মীয় ইস্যু, এটিকে আদালতের ইস্যু না বানানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আবেদনের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান।

পরে মোহাম্মদ সাইফুল আলম সাংবাদিকদের বলেন, আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান একটি রিট পিটিশন নিয়ে আসেন কোর্টে। শবে বরাতের তারিখ নিয়ে গণ্ডগোল দেখা দিয়েছে, দ্বিমত দেখা দিয়েছে। তার পক্ষে তার আইনজীবী খুরশিদ আলম স্যার আবেদনটি কোর্টে উপস্থাপন করেন এবং আদালতে পারমিশন চান।

আদালত বলেন যে, এটা ধর্মীয় সেনসেটিভ ইস্যু। এটা আদালতের বিষয়বস্তু না করাই ভালো। আপনাদের (আবেদনকারীদের) বক্তব্য আপাতত ইসলামিক ফাউণ্ডেশনে লিখিত আকারে জমা দেন। তারা যদি কনসিডারেশনে না নেন ১৭ তারিখে, তাহলে আমাদের কাছে আসবেন। আমরা তখন ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, আদালত আমাকে বলেছেন ডিজিকে (ইসলামিক ফাউন্ডেশন) জানাতে, যেন আবেদনকারীদের আবেদন গ্রহণ করেন। এবং ১৭ তারিখের মিটিংয়ে আলোচনায় নেন।

খুরশিদ আলম খান জানান, আদালত ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। এর মধ্যে আবেদনকারীদের লিখিত আবেদন নিতে বলেছেন।

গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করে জানিয়েছিল, ওই দিন দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিনগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হবে।

তবে ‘মজলিসু রুইয়াতিল হিলাল’ নামে একটি সংগঠনের দাবি, সেদিন খাগড়াছড়িতে চাঁদ দেখা গেছে। তাদের দাবি অনুযায়ী, ২০ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হওয়ার কথা। এ নিয়ে বিতর্ক এড়াতেই জরুরি বৈঠক ডাকে সরকার।

এর আগে গত ৬ এপ্রিল, ইসলামিক ফাউন্ডেশনের সভা শেষে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ জানিয়েছিলেন, ২১ এপ্রিল হবে পবিত্র শবে বরাত। এ নিয়ে আপত্তি তোলে মজলিসু রুইয়াতিল হিলাল নামে সংগঠনের নেতারা। পরে বিষয়টি নিয়ে ১০ সদস্যের নতুন কমিটিও গঠন করা হয়। এই কমিটি আগামী ১৭ এপ্রিলের মধ্যে জানিয়ে দিবে, কবে শবে বরাত পালিত হবে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top