
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী এমপি।
গোবিন্দগঞ্জের সরদারহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার বিকেলে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার আলী মন্ডলের সভাপতিত্বে এবং অধ্যাপক ফিরোজ খানুন নুনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান চৌধুরী, গাইবান্ধা জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, পল্লী বিদ্যুতের গোবিন্দগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল কাদের, পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন আকন্দ, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাস তাজু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহŸায়ক জালাল উদ্দিন রুমী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক ফরহাদ আলী, শিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসীন আলী মাহমুদ প্রধান প্রমুখ।
শেষে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয় এবং শিবপুর ইউনিয়নের ১৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।