
জামালপুর সংবাদদাতা: জামালপুরে সাংবাদিকদের নিয়ে‘ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বুধবার দুপুরে জামালপুর সনাক-টিআইবি এর আয়োজন করে।
টিআইবির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলী।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক সুশান্ত কানু, আনোয়ার হোসেন মিন্টু, শুভ্র মেহেদী, এবিএম আমিনুল ইসলাম লিটন, তানভীর আহমেদ হীরা, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন দে, এরিয়া ম্যানেজার আরিফ হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় বক্তব্য রাখেন ।
এ সময় বক্তারা বলেন, দেশের প্রতিটি খাতেই কিছু না কিছু দুর্নীতির প্রলেপ পড়েছে। সনাক-টিআইবি এসব দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে টিআইবির সাথে সহযোদ্ধা হিসেবে গণমাধ্যমকর্মীরা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনর উপর গুরুত্বারোপ করা হয়।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।