
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের আলেফ উদ্দিনের ছেলে সোহেল রানা ও পাচঁগাছী শান্তিরাম গ্রামের মজিবর রহমানের ছেলে মনোয়ার হোসেনকে ইয়াবাসহ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দীর্ঘদিন থেকে মাদক কারবারি করে আসছিল। থানার ওসি এসএম আব্দুস সোবহান জানান, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা হয়েছে।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।