ঘাটাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার

S M Ashraful Azom
0

ঘাটাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর রাতে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, টাঙ্গাইলের ঘাটাইলের কালিদাস পাড়ায় মৃতঃ মহি মাস্টারের বাড়ী দক্ষিন পাশের আকাশমনি গাছের বাগানে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। ডাকাতরা হলো- রানা হাওলাদার (৪৫), পিতা-মৃতঃ আবুল কাশেম হাওলাদার, সাং- দক্ষিন আলেকান্দা, থানাঃ কোতয়ালী, জেলাঃ বরিশাল এবং আকবর আলী (৩৫), পিতা-মৃতঃ আজাহার আলী, সাং- খরাবর, থানাঃ ঘাটাইল, জেলাঃ টাঙ্গাইল। এদের কাছ থেকে একটি ছোরা, একটি রামদা, একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়। স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করার কথা স্বীকার করে এবং তারা আরো জানায় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় তারা ডাকাতি করে থাকে।

র‌্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, অবৈধ মাদক ব্যবসা ও চোলাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর আওতাধীন এলাকাগুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে র‌্যাব ইতিমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইনশৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা টাঙ্গাইলকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা হিসাবে গড়ে তুলতে পারবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top