
সেবা ডেস্ক: বাংলাদেশ নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, এবারই প্রথম হিজড়াদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এজন্য ভোটার তালিকা হালনাগাদ ফরমে তৃতীয় লিঙ্গ অপশন যুক্ত করা হয়েছে। হিজড়াদের মধ্যে নারী-পুরুষ অপশনও যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেটের ডিসি কার্যালয়ের হলরুমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
কবিতা খানম বলেন, হালনাগাদ কার্যক্রমে কোনো নারীর নাম যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সতর্কতার সঙ্গে মৃত ব্যক্তির নাম কাটতে হবে। এ কাজে কোনো অসঙ্গতি দেখা দিলে জবাবদিহি করতে হবে।
এ সময় সিলেটের ডিসি এম. কাজী এমদাদুল ইসলামসহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলার প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।