
ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অটোরিক্সা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক সঞ্জয় কল্যাণ তহবিলের পক্ষ থেকে হতদরিদ্র পিতার হাতে মেয়ের বিয়েদেবার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত শনিবার (২৭ এপ্রিল) রাত ৮ টায় অটোরিক্সা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক সঞ্জয় কল্যাণ তহবিলের অফিস কার্যালয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় হতদরিদ্র পিতা ও অটোরিক্সা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক সঞ্জয় কল্যাণ তহবিলের সদস্য পিতা মো.আব্দুল কালাম কে নিজের মেয়ের বিয়ে দেবার জন্য এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অটোরিক্সা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক সঞ্জয় কল্যাণ তহবিলের সহ সভাপতি মো.সিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক মো.মিন্টু মিয়া,যুগ্ম সধারণ সম্পাদক মো.শহিন সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন, সদস্য মো.দুলাল হোসেন,মো.আহসান,সদস্য উমর প্রমুখ।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।