
ঘাটাইল প্রতিনিধি: সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল গুডনেইবারস বাংলাদেশ সিডিপির উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোরবার দুপুরের গুডনেইবারস বাংলাদেশ সিডিপি বিদ্যালয় প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে গুডনেইবারস বাংলাদেশ সিডিপির ঘাটাইল শাখার ম্যানাজার মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,১নং দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম,মেডিক্যাল অফিসার শুভ বসাক,প্রধান শিক্ষক হোসনে আরা হেলথ অফিসার মো.শহীন আলম প্রমুখ।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।