/*------Layout (No Edit)----------*/

মেলান্দহ স্টেশন মাস্টারের কক্ষে হামলা : আটক-৪

S M Ashraful Azom
0
মেলান্দহ স্টেশন মাস্টারের কক্ষে হামলা  আটক-৪
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ রেলস্টেশন মাস্টারের কক্ষে হামলার ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করেছে জিআরপি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- ফুলছেন্না গ্রামের হযরত আলী (১৯), বিল্লাল হোসেন (১৯), আবু বক্কর (১৯) এবং বাঘাডোবা গ্রামের শিহাব উদ্দিন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান-৩১ মে বেলা ১১টার দিকে-মেলান্দহ রেলস্টেশনে লাইনে দাঁড়িয়ে আগে-পিটে টিকিট সংগ্রহের সময় সাধারণ যাত্রী এবং কালোবাজারিদের সাথে ধস্তাধস্তি হয়। এ ঘটনার জের ধরে সাধারণ যাত্রী ও কালোবাজারিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে টিকেট সংগ্রহকারিদের কয়েকজন স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেয়। এ সময় কালোবাজারিরা স্টেশন মাস্টারের কক্ষে প্রবেশ করতে নাপেরে দরজা-জানালায় লাঠিশোটা দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে।

জামালপুর জিআরপি থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত এবং মেলান্দহ থানার এসআই নীলকমল চক্রবর্তী জানান-পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মেলান্দহ থানা পুলিশের সহায়তায় ৪জনকে গ্রেপ্তার করেছে জামালপুর জিআরপি পুলিশ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top