
সেবা ডেস্ক: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) কঙ্গোতে অবস্থিত BANFPU, MONUSCO এর মিশন কনটিনজেন্ট কমান্ডার ও সেখানে কর্মরত বাংলাদেশ পুলিশের জাতিসংঘের শান্তিরক্ষীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। ১৪ মে ২০১৯ খ্রিঃ রোজ বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
গত ৫ মে ২০১৯ খ্রিঃ তারিখে কঙ্গোর রাজধানী কিনশাসায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাতিসংঘের মেডেল প্যারেডে অংশ নিতে যাওয়া বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগম নিহত হন। উক্ত দুর্ঘটনায় BANFPU, MONUSCO এর কমান্ডার পুলিশ সুপার ফারজানা ইসলাম ও গাড়ির চালক গুরুতর আহত হন।
ওই দুর্ঘটনার পর থেকেই আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) BANFPU, MONUSCO মিশনের সাথে সার্বকক্ষণিক যোগাযোগ রাখেন। সেখানে অবস্থানকারী মিশন সদস্যদের নিয়মিত খোঁজখবর নিয়ে মানসিকভাবে সাহস যোগান। আহত ব্যক্তিদের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সেই ধারাবাহিক যোগাযোগের অংশ হিসেবেই এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইজিপি এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সবাইকে সাহস নিয়ে কাজ করে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। তিনি দুর্ঘটনায় নিহত অতিরিক্ত মহাপরিদর্শক পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মিশন কমান্ডার পুলিশ সুপার ফারজানা ইসলাম ও গাড়ির চালকের সুস্থ হয়ে কাজে যোগ দিতে পারায় সৃষ্টিকর্তার নিকট শোকরিয়া জ্ঞাপণ করেন।
অপরদিকে BANFPU, MONUSCO মিশন কমান্ডার ফারজানা ইসলাম দুর্ঘটনার পর থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখার জন্য আইজিপিকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান। দুর্ঘটনায় নিহত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগমের মরদেহ দ্রুততার সাথে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আইজিপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
এমন দুর্ঘটনার পরও শোককে সাহসে পরিণত করে দেশের বাইরে শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশ এগিয়ে যাবে বলে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) আশাব্যক্ত করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।