
সেবা ডেস্ক: সুখের সন্ধানে নিজের ও পরিবারের ভাগ্য ফেরাতে বিদেশ গিয়ে সবকিছু হারিয়ে দেশে ফিরল ২১৫ প্রবাসী শ্রমিক। বুধবার কয়েকটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।
বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের একজন কর্মকর্তা জানান, সৌদি আরব থেকে ৭৫ জন, ইরান থেকে ৪৫, ওমান থেকে ৪৩, কাতার থেকে ৪০, লিবিয়া থেকে সাত এবং অন্য আরো কয়েকটি দেশ থেকে ১২ জন শ্রমিক দেশে পৌঁছেছেন।
তারা জানায়, কাজ না থাকা, গিয়ে কাজ না পাওয়া, নিয়োগকর্তার নির্যাতন, বেতন না দেয়া এবং বৈধ কাগজ থাকা সত্ত্বেও দেশে পাঠিয়ে দেয়া হয়েছে তাদের। বিভিন্ন দেশের ইমিগ্রেশন পুলিশ তাদের ধরে আউটপাস দিয়ে শূন্য হাতেই দেশে পাঠিয়ে দিয়েছে। কয়েকজনকে আবার দেশে আসার আগে জেলও খাটতে হয়েছে।
ফিরে আসা এসব কর্মীদের বিমানবন্দরে জরুরি সেবা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
সংস্থাটির প্রোগ্রাম হেড শরিফুল হাসান বলেন, ইফতারের ৪০ মিনিট আগে মাইগ্রেশন প্রোগ্রাম কর্মকর্তারা জানান ইমিগ্রেশন পুলিশ আর এপিবিএনের তথ্যমতে, বিভিন্ন দেশ থেকে ২১৫ জন প্রবাসী বাংলাদেশি ফিরেছে আউটপাসে, তারা সবাই অভুক্ত। তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। ইমিগ্রেশন পুলিশ আর এপিবিএনের সদস্যরা সাহায্য করেছেন।
তিনি বলেন, এসব মানুষ কত আশা নিয়ে বিদেশে গিয়েছিল। অথচ এখন ফিরলো শূন্য হাতে। যে বিমানবন্দর দিয়ে তারা গেছে রাজার হালে, আজ সেই বিমানবন্দরে পাটাতনে পেপারে বসে ইফতার করেছে। জানি না এ কষ্টের শেষ কোথায়।
এর আগে ২৫ এপ্রিল একই অবস্থায় দেশে ফেরেন ১৮০ জন কর্মী।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।