
লিয়াকত হোসেন লায়ন: জামালপুরের ইসলামপুরে রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন ইসলামপুর উপজেলা প্রশাসন। রমজান মাস জুড়েই চলবে এ বাজার মনিটরিং। যাতে কোন ব্যবসায়ী সুযোগ বুঝে গ্রাহক হয়রানি করতে না পারে, সে বিষয়েও নজরদারি রাখা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে এ অভিযান শুরু করা হয় ।
তিনি আরও বলেন, উপজেলার ইসলামপুর নিত্য বাজার,ধর্ম কুড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে এটা শেষ নয়। এ অভিযান রমজানের মাসব্যাপী অব্যাহত থাকবে। কোন অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা। যেখানে নকল, ভেজাল ও মেয়াদোর্ত্তীন্ন পণ্যের খবর পাওয়া যাবে সেখানে অভিযান চলবে। তাই এ বিষয়ে সব ব্যবসায়ীকে সর্তক করা হয়েছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এরই মধ্যে সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। মাছ, মাংস, কাঁচাবাজার, ফলমূল, বেশনজাত দ্রব্য সামগ্রীর সঠিক দাম ঠিক করে দেওয়া হয়েছে। একই সাথে অতিরিক্ত দাম আদায়, ফর্মালিন, ভেজাল পণ্য ও মিয়াদ উর্ত্তীন্ন দ্রব্য সামগ্রীর বাজার মজুত করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি ব্যবস্থা করা হবে বলে বাজারের ব্যবসায়ীদের অবগত করা হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে রমজানে বাজার নিয়ন্ত্রণ ভ্রাম্যমাণ অভিযানে নামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমসহ থানা পুলিশ।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসেন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।