
ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইল জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এস আকবর খানের মাতা আমিনা খানম (৮০) গত বৃহস্প্রতিবার রাত সাড়ে এগারটায় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছে ( ইন্নালিল্লাহি-------রাজেউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভোগছিলেন। শুক্রবার সকাল ১০টায় জনাযা নামাজ শেষে ঘাটাইল সদর গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি চার ছেলে চার মেয়েসহ আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা করেছেন।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।