
বেলকুচি প্রতিনিধি: ঠিকাদরের গাফলতির কারণে (বেলকুচি - সিরাজগঞ্জ) আঞ্চলিক সড়কের সংস্কার কাজের ধীরগতির। মানব জীবনে দ‚র্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিন সড়কটি সংস্কারের অভাবে এ অঞ্চলের মানুষ কষ্ট ভোগ করে আসছিল। কিন্তু ৬ মাস প‚র্বে এই আঞ্চলিক সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় বেশ আনন্দিত হয়েছিল যাত্রী সাধারণত সহ এ অঞ্চলের মানুষ। কাজের ধীরগতি হলেও মানুষের মনে আশা ছিল কোন একদিন সড়কের সংস্কার কাজ শেষ হবে। কিন্তু প্রায় ৩ সপ্তাহের অধিক সময় ধরে এই সড়ক সংস্কার কাজ বন্ধ হয়ে আছে। সড়ক সংস্কার কাজের সাথে সংশ্লিষ্ট ঠিকাদারের কোন লোক জনের দেখা মিলছে না। এমতবস্থায় মানুষের যাতায়াত ব্যবস্থায় নেমে এসেছে চরম দ‚র্ভোগ। যানবহন চলাচল ব্যহত হচ্ছে।প্রতিনিয়ত ঘটছে নানা ধরানের দ‚র্ঘটনা। শুধু তাই নয় সড়কের ধ‚লাবালির কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক যাত্রী জানায়, আমরা এই সড়কের যাতায়াতের কষ্ট আর সইতে পারছি না। বাহিরে বের হলে যানবাহনের লক্কর-ঝক্কর ঝাকুনিতে আমাদের শরীর ব্যাথা হয়ে যায়। আর তাছাড়া ধ‚লাবালিতে নাক মুখ জাম হয়ে আসে। জানি না আমাদের এই কষ্ট কতদিন আর সইতে হবে। তবে আমরা সড়ক সংস্কারের সাথে সংশ্লিষ্ট সকলকে করজোড়ে অনুরোধ করছি দ্রæত আমাদের এই সড়ক সংস্কার কাজ শেষ করে আমাদের জীবনে প্রশান্তি ফিরিয়ে দিন।
এদিকে সড়কের সংস্কার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বর্তাধিকারী মীর হাবিবুল আলম জানান, আমরা আসলে ইচ্ছা করে এই সড়ক সংস্কার কাজ বন্ধ রাখিনি। সাব ঠিকাদের সিডিউল অনুযায়ী পেমেন্ট নেওয়ার কথা থাকলে সে নিয়ম বর্হিভ‚ত ভাবে পেমেন্ট দাবি করলে আমি তাতে রাজি না হওয়ায় সে আমার কর্মচারীদের হুমকি দেয়। আর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার চেয়ে ওখান থেকে চলে আসাই ভালো তাই কাজ বন্ধ করে চলে এসেছে।
অপরদিকে সাব ঠিকাদার রফিকুল ইসলাম রফিক জানায়, আমি এই সড়ক সংস্কার কাজের সাব ঠিকাদার হিসাবে তার সাথে কাজ করে আসছি। কিন্তু কাজ শেষ না হওয়া পর্যন্ত সে আমার পেমেন্ট দেবে না। আর লোক মুখে জানতে পারি সে আমার পেমেন্ট না দিয়ে চলে যাবে। তাই আমি তাকে বলেছি আমার টাকা পেমেন্ট না করে কাজ করতে পারবেন না। আমার পাওনা টাকা দাবী করাতে তারা টাকা না দিয়ে কাজ বন্ধ করে পালিয়ে গেছে।
সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী আশরাফুল ইসলাম তালুকদার জানান, আমি জানতে পেরেছি দুই ঠিকাদারের মধ্যে মতবিরোধের কারণে সংস্কার কাজ বন্ধ হয়ে আছে। তবে খুব তারাতাড়ি তা নিরসনের মাধ্যমে আবার কাজ শুরু করা হবে।
⇘সংবাদদাতা: বেলকুচি প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।