
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রংধনু শপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাবলু রায় ও চেয়ারম্যান তাজুল ইসলামের বিরুদ্ধে ১৯শ খামারীর ৫০ কোটি টাকা লোপাট করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত খামারীরা।
মঙ্গলবার বেলা ১২টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত খামারীরা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগিদের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন-মো: মানিক হোসেন ও বেলায়েত হোসেন। লিখিত বক্তব্য বলেন, টার্কি মুরগি পালনে লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয় রংধনু শপিং লিমিটেড। ওই কোম্পানী ১৯শ খামারীকে টার্কি মুরগি দেওয়ার পর মেয়াদ উত্তীর্নের আগেই মুরগি নিয়ে আর আসলও লভ্যাংশ দেয়নি। এখন ওই কোম্পানীর প্রধানরা গা ঢাকা দিয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁও থানায় অভিযোগ দিয়েও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন এমন অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত খামারীরা।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।