
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি থেকে ৬ লাখ টাকার টাকার প্রতারনা মামলার আনোয়ার হোসেন তুহিন (৩৫) নামের প্রধান আসামীকে রায়গঞ্জ থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে তুহিনকে রায়গঞ্জ থানার তবারিপাড়ার বাড়ী থেকে গ্রেফতার করে। সে ঐ গ্রামের আব্দুস সালামের ছেলে।
মামলা সুত্রে জানা যযায়, আনোয়ার হোসেন তুহিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ৬ লাখ টাকার কাপড় নিয়ে পালিয়ে যায়। পরে একাধিকবার দেনদরবার করে গত ৩ সেপ্টেম্বর ২০১৮ ইং তারিখে ১৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যম্পে সিরাজগঞ্জ আদালতে নোটারী পাবলিকের মাধ্যমে ১ মাসের মধ্যে পরিশোধ করবে বলে অঙ্গিকার করে। সে টাকা পরিশোধ নাকরে তালবাহানা করলে থানায় মামলা করে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, বেলকুচির কাপড় ব্যবসায়ী রিপন সরকারের নিকট থেকে প্রায় দুই বছর পূর্বে ৬ লাখ টাকার কাপড় ক্রয়করে চলেযায় তুহিন। সে টাকা সময়মতো পরিশোধ না করায় তার বিরুদ্ধে পাওনাদার মামলা করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করার পর তাকে গ্রেফতার করা হয়েছে। তুহিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।