
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়া শহরের মালতীনগর এলাকার এসপির বাসভবন সংলগ্ন নিজের বাড়িতে শয়ন কক্ষে খুন হয়েছে গৃহবধু জিন্নাত ফারজানা তালুকদার এলমা (৪৫)। সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ইফতারের আগ মুহুর্তে প্রতিবেশির কাছে মোবাইল ফোনে এই ঘটনার খবর পেয়ে এলমার ব্যবসায়ী স্বামী আলহাজ¦ মুকুল হোসেন (৬০) বাড়িতে গিয়ে এ ঘটনা দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত এলমার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, নিহত এলমার পেটে ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। যে বাড়িতে এলমা নিহত হয়েছে সেটি একটি চার তলা ফ্লাট বাড়ি। ওই ফ্লাটবাড়ির নিচতলায় তিন কক্ষের একটি বাসায় এলমা ব্যবসায়ী মুকুলের সঙ্গে বসবাস করে আসছিলেন। অজ্ঞাতনামা ঘাতক এলমাকে হত্যা করতে কিভাবে বাড়িতে ঢুকলো আবার ঘটনা ঘটিয়ে কিভাবে পালালো তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে নিহতের স্বামী মুকুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।