
সেবা ডেস্ক: ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতগ্রস্থ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত ত্রাণের চাল পাচারের সময় ৯বস্তা চাল হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার রাত ১০টার দিকে গাবুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাশ্যেমারী এলাকা থেকে ওই ত্রাণের চাল আটক করা হয়।
সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার ১২গাবুরা ইউনিয়ন পরিষদে জামায়াত সমর্থক চেয়ারম্যান চেয়ারম্যান হাজী মাসুদুল আলমের মদদে ৯বস্তা ত্রাণের চাল বিক্রির উদ্দেশ্যে রাত পৌনে ১০টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ৫নং ওয়ার্ড পাশ্যেমারী এলাকা থেকে জনতা হাতে নাতে আটক করে।
ঘটনার প্রতক্ষদর্শী সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান জানান, পাশ্যেমারী গ্রামের তালেবগাজীর ছেলে আব্দুল খালেক ৬বস্তা এবং একই গ্রামের শফিকুল ঢালীর ছেলে বাবু ৩বস্তা চাল গাবুরা ইউনিয়ন পরিষদ থেকে ক্রয় করে রাতে মটরসাইকেল যোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা হাতেনাতে মটরসাইকেল সহ ওই ত্রাণের চাল আটক করে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।