সারাদেশের ৩৩৯টি কলেজ সরকারিকরণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

S M Ashraful Azom
0
সারাদেশের ৩৩৯টি কলেজ সরকারিকরণ করা হয়েছে শিক্ষামন্ত্রী
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ২০০৯ থেকে এ পর্যন্ত প্রায় ১১ বছরে ৩৩৯টি কলেজ সরকারিকরণ করা হয়েছে।

মঙ্গলবার সংসদে সরকারি দলের বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

দীপু মনি বলেন, সরকারি স্কুল-কলেজবিহীন উপজেলায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনার আলোকে একটি করে স্কুল এবং একটি করে কলেজ সরকারিকরণের আওতায় এরই মধ্যে ২৯৯টি কলেজ সরকারিকরণ করা হয়েছে।

তিনি বলেন, এছাড়া সরকারের ২০০৯ থেকে ২০১৭ সাল পযর্ন্ত আরো ৪০টি কলেজ সরকারিকরণ করা হয়েছে।

তিনি গণফোরামের মোকাব্বির খানের অপর এক প্রশ্নের জবাবে জানান, ১শ’টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন বিষয়ক প্রকল্পের মেয়াদ আরো ৩ বছর বাড়ানো হয়েছে। এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৩২৯টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে।

শিক্ষা মন্ত্রী সরকারি দলের নিজাম উদ্দিন জলিল জনের এক প্রশ্নের জবাবে বলেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ দেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দেশে পরিনত করতে প্রতি জেলায় একটি করে পাবলিক অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসাবে দেশের প্রায় সব জেলায় এরই মধ্যে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top