অলির আলাদা রাজনৈতিক মঞ্চের পাঁয়তারা,কৌশল বলছে বিএনপি

S M Ashraful Azom
0
অলির আলাদা রাজনৈতিক মঞ্চের পাঁয়তারা,কৌশল বলছে বিএনপি
সেবা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অধ্যুষিত জোটগুলোতে দেখা দিয়েছে নানা টানাপড়েন। এরইমধ্যে হঠাৎ একটি আলাদা রাজনৈতিক মঞ্চ তৈরির চেষ্টা চালাচ্ছে ২০ দলীয় জোটের শরিক এলডিপির সভাপতি ড. অলি আহমদ। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা হওয়া সত্ত্বেও কর্নেল অলির একটি আলাদা রাজনৈতিক মঞ্চ তৈরির পাঁয়তারাকে কৌশল বলছে বিএনপি নেতারা।

জানা গেছে, সম্ভাব্য ওই মঞ্চে তিনি রাখতে চাইছেন শরিক দল জামায়াতে ইসলামী ও কল্যাণ পার্টিসহ কয়েকটি দলকে। তাদের নিয়ে নতুন নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরব হতে চান অলি।

তবে অলি আহমদের ওই তৎপরতাকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। দলটির অনেক নেতাই বলছে, বিদেশি কোনো শক্তির ইঙ্গিতে তিনি ওই তৎপরতা শুরু করে থাকতে পারেন। তবে কৌশলগত কারণে বিষয়টি বিএনপি সামনে আনছে না বলেও মনে করছেন তারা। তারা মূলত কর্নেল অলির তৎপরতার দিকে নজর রাখছেন।

কর্নেল অলি নতুন রাজনৈতিক মঞ্চ তৈরির বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু না বললেও এরইমধ্যে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ২৭ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি নিয়ে জনগণের সামনে হাজির হবো। সেখানে নতুন রাজনৈতিক অবস্থানের কথা তুলে ধরা হবে। তবে নতুন নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এরই মধ্যে কয়েকটি রাজনৈতিক দলসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছি। তাদের নিয়েই আমি আমার বক্তব্য তুলে ধরতে চাই। ধারণা করা হচ্ছে, আগামী ২৭ জুন নতুন রাজনৈতিক মঞ্চর বিষয়টি সামনে আনতে পারেন কর্নেল অলি।

এদিকে, অলি আহমদ সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, খালেদা জিয়া কারাগার থেকে দলের নেতৃত্ব দিতে পারছেন না এবং তারেক রহমানও লন্ডন থেকে পারবেন না। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘হয় আপনারা কেউ দায়িত্ব নেন, না হলে আমার নেতৃত্বে আসেন।’

কর্নেল অলির এমন পাঁয়তারা নিয়ে সন্দেহ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, নির্বাচনের আগে জনসমর্থন পেতে ড. কামাল যেমন জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে মরিয়া হয়ে উঠেছিলেন তেমনি এলডিপিকে রাজনীতির মাঠে তুলে আনতেই কর্নেল অলি এমন পাঁয়তারা করছেন। বিষয়টি আমাদের অবজারভেশনে আছে। তবে আমরা অপেক্ষা করছি, কর্নেল অলি নিজ থেকে এ বিষয়ে ২০ দল তথা বিএনপিকে অবগত করুক। পরে এ নিয়ে কথা বলা যাবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top