
জামালপুর প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বুধবার সকালে ফৌজদারী মোড়ে মানবন্ধন ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদে কবীর।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো: শাহ নেওয়াজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শফিকুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।
দিবসটি উপলক্ষ্যে প্রথমে শহরের ফৌজদারী মোড় এলাকায় মানববন্ধন ও বর্নাঢ্যর্যালী বের করা হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আলোচনাসভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।