
সেবা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি বিদেশি রিভলবার ও ৯৭০পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার রাতে উপজেলার সোনারামপুর এলাকার উজানভাটি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মো. জাহাঙ্গীর আলম জেলার বিজয়নগরের চম্পকনগর গ্রামের মন্জুর আলীর ছেলে।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, চারটি গুলি ও ৯৭০ ইয়াবাসহ এক জনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।