হাদিসে নিষেধ থাকা সত্বেও যে কাজগুলো করি

S M Ashraful Azom
0
হাদিসে নিষেধ থাকা সত্বেও যে কাজগুলো করি
সেবা ডেস্ক: মনে না থাকা অথবা জানা না থাকার কারণে আমাদের দ্বারা এমন কিছু কাজ হয়ে যায়, যা আদৌ করা ঠিক নয় এবং হাদিস শরিফে সেগুলো সম্পর্কে কঠিনভাবে নিষেধ করা হয়েছে।

সেইসব বিষয়ের কিছু হাদিস নিয়ে আলোচনা-


  • কেবলামুখি বা তার উল্টো হয়ে প্রসাব, পায়খানা করা যাবে না। (সহিহ বুখারি ৩৯৫, নাসায়ী: ২১, আত তিরমিজি: ৮)
  • গোসলখানায় প্রসাব করা যাবে না। (ইবনে মাজাহ: ৩০৪)
  • গুলি বা তীরের নিশানা প্রশিহ্মণের জন্য প্রাণী ব্যবহার করা যাবে না। (মুসলিম: ৫১৬৭, সুনানে আবু দাউদ: ২৮১৭, ইবনে মাজাহ: ৩১৭০, আত তিরমিজি: ১৪০৯)
  • কারো মুখমণ্ডলে আঘাত করা যাবে না। আল হাদিস (মুসলিম: ৬৮২১, আবু দাউদ: ৪৪৯৬, আহমদ: ৫৯৯১)
  • কাপড় পরিধাণ থাকা সত্বেও কারো গোপন অঙ্গের জায়গার দিকে দৃষ্টিপাত করা যাবে না। (মুসলিম: ৭৯৪, তিরমিজি: ২৭৯৩, ইবনে মাজাহ: ৬৬১, আহমদ: ১১৫০১)
  • আল্লাহ ব্যতিত কারো নামে কসম করা যাবে না। বাপ-দাদার নাম, কারো হায়াত, কোরআন, মসজিদ এর নামে বা ছুঁয়ে কসম করা যাবে না। (আবু দাউদ: ৩২৫০, নাসায়ী: ৩৭৭৮)
  • কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না। আল হাদিস (আবু দাউদ: ২৬৭৭, আহমদ: ১৬০৩৪)


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তায়ালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিন, যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।’ (সুনানে আবু দাউদ ২/৫১৫)

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top