
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় চার বছর বয়সের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী খায়রুল ইসলাম (১৮) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। খায়রুল ইসলাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের দুলাল হোসেনের ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বখাটে খায়রুলের পরিবারের লোকজন বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে প্রতিবেশী ঔষধ ব্যবসায়ীর মেয়েকে (৪) কৌশলে নিজের ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে খায়রুল। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে খায়রুলকে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খায়রুলকে আটক করে থানা হেফাজতে নেন।
এদিকে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার ৩ ঘন্টা পর ওই শিশুর বাবা বাদি হয়ে বখাটে খায়রুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাছানুল হাসিব বলেন, শিশুটি নি¤œাঙ্গে প্রচন্ড ব্যথা পেয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রাথমিকভাবে তদন্তে প্রমানিত হয়েছে। এ কারণে খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা রেকর্ড করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।