
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে এক সংখ্যালঘু পরিবারের সাথে অন্যায় ভাবে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগি ওই পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। পৌর শহরের কিসামতজাল্লা গ্রামের বাসিন্দা মৃত- নিত্যনন্দ ভাওয়ালের পুত্র তপন কুমার ভাওয়াল এর সাথে এই ঘটনা ঘটে।
অভিযোগে তপন কুমার ভাওয়াল জানান- ইসলামপুর-বাজার সংলগ্ন প্রত্তিক বসতবাড়ীতে স্ত্রী সন্তান নিয়ে জীবন যাপন করে আসছেন। পার্শবতী সীমানায় দীর্ঘদিন থেকে মৃত নেদু মুন্সী ও তার পুত্র নুরুল ইসলাম রয়েছেন। জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে তিনি নিজ সীমানায় গৃহ নির্মান শুরু করেন। এতে বাধা হয়ে দ্বারায় নুরুল ইসলামের একটি কাঠাল গাছ,১টি নারিকেল গাছ, ও ১টি কামরাঙ্গা গাছ।
সীমানার ওপার থেকে গাছগুলো হেলে পরে এবং ডালপাশা গুলো তপন ভাওয়ালের বাড়িতে আসায় বসত ঘরটি নির্মানে প্রতিবন্ধিকতার সৃষ্টি হয়। এতে তিনি পাশ্ববর্তীর অধিকার নিয়ে নুরুল ইসলামের সাহায্য চান। তিনি গাছ ও ডালগুলো না কেটে উপরন্ত দীর্ঘদিন থেকে তালবাহনা করে আসছেন।

পরে ভুক্তভোগি কোন উপায় না পেয়ে পৌর মেয়র আঃ কাদের শেখের নিকট গৃহ নির্মানের চরম প্রতিবন্ধিকতায় গাছগুলো কর্তনের অভিযোগ করেন। অধ্যবদি পর্যন্ত কোন ব্যবস্থা না হওয়ায় দীর্ঘদিন থেকে ভাতিজার একটি ঘরে স্ত্রী ও ছেলে, মেয়েদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
এ ব্যাপারে ভুক্তভোগি তপন কুমার ভাওয়াল নিজ ভুমিতে গৃহনির্মান করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান- গৃহ নির্মানে বাধাগ্রস্ত এক সংখ্যালঘু পরিবারের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।