
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা ডেকোরেটর মালিক সমিতির ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ডেকোরেটর মালিক সমিতির উদ্যোগে ধুনট পৌরসভার হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র ও ডেকোরেটর মালিক সমিতির প্রধান উপদেষ্টা এজিএম বাদশাহ্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার সচিব শাহীনুর ইসলাম।
ধুনট উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, সহ-সভাপতি সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক রাবিন সরকার, সদস্য সবুজ হোসেন, সাজু মিয়া, শাহাদত হোসেন, আব্দুল মজিদ ও সাহবাজ আলী প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।