
সেবা ডেস্ক: নতুন অর্থবছর ২০১৯-২০ এর বাজেটে সুদমুক্ত ক্ষুদ্রঋণে বরাদ্দ বাড়ানো হয়েছে। পল্লী অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের অংশ হিসেবে ৬৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন তিনি।
বর্তমানে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমে পরিবার প্রতি ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা অতিদরিদ্র জনসাধারণের মধ্যে বিতরণ করা হচ্ছে। এসব কার্যক্রমের মধ্যে ৫০শতাংশ নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।