জামালপুরে সাংবাদিক সমাবেশ

S M Ashraful Azom
0
জামালপুরে সাংবাদিক সমাবেশ
জামালপুর প্রতিনিধি : জামালপুরে কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক মোস্তফা মনজুর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও জামালপুরসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে সাংবাদিক সমাবেশ করেছে জামালপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সোমবার দুপুরে সাংবাদিক সমাবেশে সভাপতিত্ব করেন-প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক নেতা দুলাল হোসাইন, নুরুল হক জঙ্গী, নুরুল আলম সিদ্দিকী, অধ্যাপক সুরুজ্জামান, সাজ্জাদ আনসারী, মোস্তফা মনজু, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন মিন্টু,জাহাঙ্গীর সেলিম,শওকত জামান, এম এইচ মজনু মোল্লা, শিলা আহমেদ প্রমুখ।

সমাবেশে সাংবাদিক মোস্তফা মনজুর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি এবং সাংবাদিকদের জীবনের নিরাপত্তার দাবী জানিয়ে বক্তারা বলেন, প্রিয় ডটকমের সাংবাদিক ফাগুন রেজার মৃতদেহ জামালপুর সদরের রানাগাছার মধ্যপাড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে উদ্ধার করেছে। অজ্ঞাত দুর্বৃত্তরদের হাতে ২ মে সাংবাদিক ফাগুন রেজা খুনের ঘটনা ঘটলেও এখনও পুলিশ হত্যাকান্ডের কোন ক্লু বের করতে পারেনি। সাংবাদিক মোস্তফা মনজুর উপর ষ্ট্যাম ভেন্ডার ও পৌর কাউন্সিলর রুনু খানের নেতৃত্বে ভুমিদস্যু ও সন্ত্রাসীরা হামলাকারীদের গ্রেফতারে পুলিশ রহস্যজনক ভুমিকা পালন করে। মামলার দুইদিন পর রুনু খানসহ আসামীরা থানা ও পলিশ সুপারের অফিসের সামনে দিয়ে গিয়ে আদালতে জামিন নিয়ে জামালপুরের সংবাদিকদের হাত-পা ভেঙ্গে ফেলাসহ প্রাণনাশের হুমকি দেয়। জামালপুরের ৪৬ সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় জিডি এন্ট্রি করেছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top