ঠাকুরগাঁওয়ে গণধর্ষণের শিকার ৩ সন্তানের জননী

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে গণধর্ষণের শিকার ৩ সন্তানের জননী
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ৩ সন্তানের জননীকে গণধর্ষনের মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গিয়েছে ওই মামলার আসামীদের বিরুদ্ধে। এছাড়াও মামলাটি তুলে নিতে বিভিন্ন সময় ভুক্তভোগীর বাড়ির পয়নিষ্কাশনের পানি ও খাবার পানি বন্ধ করেছে তারা।

গত মাসের ১২ তারিখে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁ ইউনিয়নের চামেশ্বরী জাগিরপাড়া গ্রামে গণধর্ষণের এ ঘটনা ঘটে। এ বিষয়ে মামলা না করতে বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করলেও পরে ২১শে মে তারিখে ঠাকুরগাঁও সদর থানায় মামলাটি করতে সক্ষম হয় ভুক্তভোগী ।

ভুক্তভোগী ৩ সন্তানের জননী জানান, তারা আমার ঘুমন্ত বাচ্চাদের ওপর ধারালো চাকু ও কুড়াল রেখে আমায় ভয় দেখিয়ে জোর করে হাত পা বাধে এবং বাসার পাশের মলানখুড়ী স্কুলের পরিত্যাক্ত ঘরে নিয়ে গিয়ে আমাকে ধর্ষণ করে। এ ঘটনার পরে অনেক কষ্টে মামলাটি করতে পারি। কিন্তু পুলিশ আসামিদের না ধরে উল্টো আমাকে বলছে আমি মিথ্যে মামলা করেছি। আসামীরা বুক ফুলিয়েই আমার বাসায় এসে আমার সন্তানদের ভালো হবেনা বলে হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে । শুধু তাই নয়, পাইপ কেটে দেওয়ায় আমরা টিউবওয়েলের পানি খেতে পারছিনা ও তারা বাড়ির ময়লা পানির রাস্তাও বন্ধ করেছে। পুলিশকে জানানোর পরও অনেক অসহায় ভাবে দিন যাপন করছি। কোন পদক্ষেপই নিচ্ছেনা থানা পুলিশ। আসামীরা আমাকে বলেছে যত টাকা খাওয়াতে হয় পুলিশকে খাওয়াবো, মামলার কিছুই হবেনা।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদও থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান,  আমরা আসামীদের দ্রæত আইনের আওতায় আনার চেষ্টা করছি। ভিকটিমকে হুমকি দেবার বিষটিতে অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top