
সেবা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি করায় নেভি সিগারেট কোম্পানির গোডাউনে অভিযান চালিয়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে সিগারেটের ওই গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী পণ্যে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিপুল পরিমাণ নেভি ও শেক সিগারেট জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।