এশিয়ান টিভির সাতক্ষীরা প্রতিনিধি তুহিনের বিরুদ্ধে অপপ্রচার

S M Ashraful Azom
0
এশিয়ান টিভির সাতক্ষীরা প্রতিনিধি তুহিনের বিরুদ্ধে অপপ্রচার
সেবা ডেস্ক: সাতক্ষীরা এশিয়ান টিভির সাতক্ষীরা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিনের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যা ও অসত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে অপপ্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব।

বিবৃতি দাতারা হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক আমাদের সময় ও মাছরাঙ্গা টিভির সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, আহবায়ক কমিটির সদস্য, দৈনিক ইত্তেফাক ও একুশে টিভির সাতক্ষীরা প্রতিনিধি জি,এম মনিরুল ইসলাম মিনি, বৈশাখী টিভির সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ, দৈনিক আমার বার্তা ও ইংরেজি দৈনিক ট্রাইবুনাল এর সাতক্ষীরা প্রতিনিধি এবিএম মোস্তাফিজুর রহমান ও যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজীব।

বিবৃতিতে জানানো হয়, সাতক্ষীরা প্রেসক্লাবের চলমান আন্দোলন, সংগ্রামে এশিয়ান টিভির সাতক্ষীরা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন সংহতি প্রকাশ করায় অস্তিত্বহীন ভূয়া স্লিপ বানিয়ে তাকে জামায়াতের অর্থদাতা বানানো হয়েছে। প্রকৃতপক্ষে কেউ যদি আমেকিার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নামে কোন সংগঠনকে অর্থ দেয়, অথচ সে জানলো না বা সেই অর্থ সংগ্রহের স্লিপে তার স্বাক্ষর থাকলো না, এখানে প্রশ্ন আসে তাহলে সে কিভাবে দোষী বা জড়িত? ঠিক এই ধরনের একটি হাস্যকর ও অস্তিত্বহীন ভূয়া স্লিপ বানিয়ে তুহিনকে জামায়াতের অর্থদাতা বলে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের চলমান আন্দোলন সংগ্রাম থামাতে প্রেসক্লাবের বহিষ্কৃত সদস্য ও তাদের দোসররা ষড়যন্ত্র করে সু-পরিকল্পিতভাবে এশিয়ান টিভির সাতক্ষীরা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন সহ একাধিক সদস্যদের বিরুদ্ধে ঢালাও মন্তব্য ও অসত্য মনগড়া সংবাদ ফেইসবুক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করে যাচ্ছে। এসব ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, এসব করে প্রকৃত সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবে না। নিজেদের স্বার্থ হাসিল করতে বছরের পর বছর একই চক্র ও গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করে প্রেসক্লাব দখল করে রাখার দিন শেষ হয়ে এসেছে। সাতক্ষীরার প্রকৃত সাংবাদিকরা জেগে উঠেছে। নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে সাতক্ষীরা প্রেসক্লাব সঠিক পথে পরিচালিত হবে। সত্যের জয় এখন মাত্র সময়ের ব্যাপার।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top