বকশীগঞ্জে সিএনজি চালকদের বেশি ভাড়া আদায়ের অভিযোগ

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে সিএনজি চালকদের বেশি ভাড়া আদায়ের অভিযোগ
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে সিএনজি চালকেরা মনগড়া ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ যাত্রীসহ সকল শ্রেণীর যাত্রীরা পড়েছে চরম বিপাকে।

জামালপুরস্থ্য বকশীগঞ্জগামী সিএনজি ষ্ট্যান্ড ও জামালপুরগামী বকশীগঞ্জ সিএনজি ষ্ট্যান্ডের সিএনজি চালকেরা একক আধিপত্য বিস্তার করে চলেছে।

জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলার জনগণকে  অফিসিয়াল, আনঅফিসিয়াল, মামলা মোকদ্দমা ও বিভিন্ন কাজে জামালপুর যাতায়াত করতে হয়। সেই সুযোগে এই রোডের সিএনজি চালকেরা প্রায়ই ৮০ টাকার স্থলে ১০০-২০০ টাকা করে ভাড়া নিয়ে থাকে। যাতায়াতের অন্য কোন ব্যবস্থা না থাকায় যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই চলাচল করে থাকেন। বিশেষ করে জামালপুর থেকে বকশীগঞ্জে আসার পথে সন্ধ্যার পর পরই সিএনজি ভাড়া বৃদ্ধি পায়। বেশি ভাড়া গুনতে গিয়ে যাত্রী সাধারণের আয়ের একটি বিশেষ অংশ চলে যাচ্ছে পথ খরচে। এতে অন্যান্য নিত্য খরচের ভারসাম্য হারিয়ে ফেলছেন বলে জানিয়েছেন কর্মজীবী বিভিন্ন পেশার নারী ও পুরুষ।

জানা যায়, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম বকশীগঞ্জ থেকে জামালপুর এর ভাড়া ৮০ টাকা নির্ধারন করে দেন। অনেক সিএনজি চালকদের কাছে নির্ধারিত ভাড়া পছন্দ না হওয়ায় তারা এ রুটে সিএনজি চালানো বন্ধ করে দেয়। ফলে এই রুটে কৃতিম সিএনজি সংকট তৈরী হওয়ায় ঘরমুখি যাত্রীরা ঘরে ফিরতে সিএনজি পাচ্ছেন না। অন্যথায় অন্য রুটের সিএনজি কে অতিরিক্ত ভাড়া প্রদান করে ঘরমুখি হচ্ছেন যাত্রীরা।

স্থানীয়দের দাবি, অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্টদের ভূমিকা প্রশ্নবিদ্ধ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top