
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পলাশবাড়ীতে শিক্ষকের যৌন লালসার শিকার হয়েছেন সানজিদা (১৯) নামের এক যুবতি। ঘটনাটি ঘটেছে উপজেলা মহদীপুর ইউপির জালাগাড়ী দুর্গাপুর গ্রামে। লালসার স্বীকার যুবতী জানান, কয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান গড়েয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা অবস্থায় আমার সাথে প্রেম নীলায় মেতে ওঠে।
একদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে লম্পট শিক্ষক আনিছুর একাধিক বার ঐ যুবতীর সাথে দৈহিক মেলা মেশায় লিপ্ত হয়। এদিকে ঐ যুবতী শিক্ষককে বিয়ের চাপ দিলে শিক্ষক আনিছুর কৌশলে কয়ারপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী নেয়। এদিকে ওই যুবতী শিক্ষক আনিছুর কে বিয়ের চাপ দিলে আনিসুর তালবাহানা শুরু করে।
এরই ধারাবাহিকতায় ওই যুবতী ১৬ জুন বিকেলে লম্পট শিক্ষক আনিছুর রহমানের বাড়ীতে বিয়ের দাবিতে অনশন করেন। এদিকে ওই যুবতীর উপস্থিতি টেরপেয়ে শিক্ষক কৌশলে পালিয়ে যায। ওই যুবতীর পরিবার জানায় এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করতে রাজি হয় নি।
থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ জানান অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।