
সেবা ডেস্ক: আজ ৪জুন মঙ্গলবার বাংলাদেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার ৩০ রোজা পালিত হবে এবং আগামী ৬ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হলেও রাত ৮টা ৫০ মিনিটে এ সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
পরে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০টি রোজা হবে। আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’
এ সময় প্রতিমন্ত্রী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে ঈদুল ফিতরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
ফলে ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার থেকে শুক্রবার সাধারণ ছুটি। এর সঙ্গে শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হয়েছে।
ঈদ রাজধানীসহ বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা আলোকসজ্জা করা হয়েছে। কালেমা ও জাতীয় পতাকা দিয়ে সড়ক শোভিত করা হয়েছে।
ঈদ উপলক্ষে দেশের কারাগারগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সরকারি হাসপাতালেও রোগীদের দেয়া হবে মানসম্মত খাবার।
মুসলিমদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের প্রথমটি ঈদুল ফিতর। হিজরি পঞ্জিকা অনুযায়ী, চাঁদ দেখে মুসলিমরা রমজান শুরু করেন। আবার একইভাবে চাঁদ দেখে রোজা শেষ করে, পরের দিন সকালে ঈদ উদযাপন করেন। এবার বাংলাদেশে ৬ মে, সোমবার রমজান শুরু হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।