
সেবা ডেস্ক: সর্বশক্তিমান আল্লাহ তায়ালা মানুষের প্রত্যেক নেক বাসনাই কবুল করে থাকেন। বহু দিনের লালিত স্বপ্ন হজ করার। অবশেষে দীর্ঘ ১০১ বছর বয়সে আত্তার বিবি হোসাইন বামার হজের স্বপ্ন পূরণ হয়েছে। হজের উদ্দেশ্যে বর্তমানে পবিত্র নগরী মদিনায় অবস্থান করছেন তিনি।
ভারতের পাঞ্জাব প্রদেশের শতবর্ষী বৃদ্ধা আত্তার বিবি হোসাইন বামার তার ৬০ বছরের এক ছেলে ও ৫৮ বছরের এক মেয়েকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালনে সৌদি আরব গেছেন। তার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল হজ করার।
তিনিই এ বছর সবচেয়ে বেশি বয়সী ভারতীয়। যিনি এবার হজে গেলেন। মদিনায় অবস্থিত প্রিন্স আব্দুল আজিজ বিমান বন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। হজের এ সফরে তিনি সুস্থ্য রয়েছেন।
আর্থিকভাবে সক্ষম প্রত্যেক সুস্থ- সবল প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য জীবনে একবার হজ করা ফরজ। আগামী ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে এ বছরের হজের কার্যক্রম।
হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। সারাবিশ্ব থেকে প্রতি বছর শাওয়াল মাস থেকে জিলহজ মাস পর্যন্ত পবিত্র নগরী মক্কায় নামে মানুষের ঢল। জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত সুনির্দিষ্ট কিছু কাজ সম্পাদনের মাধ্যমে পালন করা হয় এ হজ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।