
সেবা ডেস্ক: আজ শুক্রবার বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ঘুগরাকান্দি গ্রামে বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করতে গিয়ে সুজন নামক এক যুবক নিখোঁজ।
জানা যায়, ঘুগরাকান্দি গ্রামে বন্যায় প্লাবিত এলাকায় বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে গোসল করতে যায় সদর উপজেলার সীমারপাড় গ্রামের শাহজাহানের ছেলে সুজন। বন্যার পানিতে গোসল করার সময় হঠাৎ পানির পাকে পরে যায় সুজন ও সেখান থেকেই নিখোঁজ হয়। পরে বন্ধু ও স্থানীয়রা প্রাথমিকভাবে চেষ্টা করার পরে প্রশাসনের উদ্যোগে ডুবুরি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর খুজে পাওয়া যায়নি।
![]() |
| নিখোজ সুজন |
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।