
সেবা ডেস্ক: ঘুষ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ জুলাই) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে রাজধানীর দারুসসালাম এলাকার একটি বাসা থেকে বাছিরকে গ্রেফতার করেছে দুদক। তাকে রমনা থানায় নেয়া হয়েছে।
এর আগে, ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে বাছিরসহ পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৬ জুলাই মামলা দায়ের করে দুদক। এর আগে, বাছিরকে গ্রেফতারে দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ার পর এ মামলা দায়ের করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।