শফিকুল ইসলাম: পূর্ব শত্রæতার জের ধরে গোলজার হোসেন রুবেল ( ২৫) নামের এক পশু চিকিৎসককে আটক করে রাজনৈতিক মিথ্যা মামলায় আটক করার অভিযোগ উঠেছে রৌমারী থানা পুলিশের বিরুদ্ধে।
![]() |
| রৌমারীতে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন |
পুলিশের এমন ভুমিকায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর সোনাপুর গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেছেন নির্যাতিত পরিবার ও এলাকাবাসি।
সংবাদ সম্মেলনে আটককৃত আসামীর স্ত্রী বৃষ্টি খাতুন ও স্থানীয় ডালিমন বেগম, বানেছা খাতুন, রাশেদা আক্তার, মনোয়ারা খাতুন, মৌসমী খাতুন, বাবুল হোসেন ও আব্দুল গফুর আলী সহ বক্তব্যে বলেন, ফ্রেন্ডশিফ এনজিও’র সহযোগতিায় বসতবাড়িতে মাটি ভরাটকে কেন্দ্র করে প্রতিবেশি রমজান আলীর সাথে দ্বন্দ চলে আসছিল।
এর আগেও এ ঘটনাকে কেন্দ্র করে রুবেলকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার ভয় দেখাতো ওই নেতা। এনিয়ে থানায় বসে মিমাংসাও করা হয়। রুবেল চর সোনাপুর গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।
আরও পড়ুন:

বকশীগঞ্জে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি: প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে সাংবাদিকের নামে মিথ্যা মামলা: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ক্ষোভ

মেলান্দহে সাংবাদিকদের মানববন্ধন

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

দৈনিক আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন
গত সোমবার রাত ৮ টার দিকে একদল পুলিশ গোলজার হোসেন রুবেল এর চর শৌলমারী বাজারে নিজ দোকান থেকে তাকে ধরে নিয়ে যায়। গোলজার হোসেন রুবেল দীর্ঘদিন থেকে পশু চিকিৎসায় জড়িত। দূর্গম এলাকা হওয়ায় বিভিন্ন হাস-মুরগী ও গরু খামারে চিকিৎসা দিয়ে আসছিলেন।
এলাকায় তার বেশ সুনাম রয়েছে। সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত আছে বলে আমরা জানি না। আমরা প্রশাসনের কাছে রুবেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চাই। তা না হলে তার পরিবার পরিজন অসহায় হয়ে পড়বে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলী জানান, তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক মামলায় জড়িত নয় এমন প্রশ্ন করলে তিনি সুকৌশলে পাশকেটে যান।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

রৌমারীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, দূর্ভোগে খেটে খাওয়া মানুষ

২৮, কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

রৌমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রৌমারীতে বিষপানে বোনের মৃত্যু-ভাই অসুস্থ

রৌমারীতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।