
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদ্যোগে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বিকালে দৌলতপুর ডিগ্রী কলেজ হলরুমে ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের আয়োজনে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় দৌলতপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি সবুজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিস্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি পৌর আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মীর সেরাজুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন, দৌলতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, সহ-সভাপতি শাহিন মিয়া, শহিদুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী জয় প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রধান মন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার আহব্বান জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।