
সেবা ডেস্ক: রাজপথে কেউ যেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে চাঁদাবাজির শিকার না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী।
শনিবার (৬ জুলাই) রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এছাড়া অন্যান্য বারের চেয়ে এবার স্বচ্ছতার সঙ্গে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অনিয়মের তথ্য পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক।
পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী বলেন, হাইওয়ে পুলিশ চাঁদাবাজি বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রত্যেকটি জেলায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নিয়োগ সম্পর্কিত প্রয়োজনীয় সমস্ত কিছু পর্যবেক্ষণ করা হয়েছে। কোন অনিয়ম হলে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।