
সেবা ডেস্ক: কলা কার আবার পছন্দ নয়, সবাই কলাকে পাকা খেতেই পছন্দ করেন। আবার কাঁচকলা আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। এ সবজিটির রয়েছে নানা গুণাগুণ। চলুন একনজরে কাঁচকলার গুণাবলি জেনে নেই।
১. কাঁচকলায় প্রচুর পরিমাণে পটাশিয়াশ থাকে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া পটাশিয়াম শরীরে শক্তিও যোগায়।
২. কাঁচকলায় থাকে ভিটামিন বি সিক্স ও ভিটামিন সি। এসব উপাদান শরীরের কোষকে আরো সংগঠিত করে তোলে।
৩. কাঁচকলায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। দিনের বেলায় কাঁচকলা খেলে তা শরীরের নানা রোগ দূর করতে সাহায্য করে।
৪. ওবেসিটি দূর করতে দারুণ কাজে লাগে কাঁচকলা।
৫. এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শরীরের ফ্যাট কোষগুলোকে দূর করে ভুঁড়ি কমাতে কার্যকরী ভূমিকা পালন করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।