
সেবা ডেস্ক: আজ ২৪ জুলাই বুধবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় উজান পাড়া গ্রামের মুকসেন নামক এক ব্যক্তিকে বাল্য বিয়ের আয়োজন করায় তাকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, বাট্টাজোড় উজান পাড়া গ্রামের মোছা: মঞ্জিলা আক্তার কলি (১৩) বিবাহের আয়োজন করেন তার পিতা মুকসেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধানুয়া কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মোছা: মঞ্জিলা আক্তার কলির বিয়ে বন্ধ করে তার পিতাকে বিয়ে আয়োজন করার অপরাধে বিশ হাজার টাকা জরিমানা করেন।
বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বকশীগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত রাখার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বকশীগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত রাখার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।