
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌর চেয়ারম্যান ফারহান জাহেদী সফেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১ জুলাই দুপুর ২টা ৫২ মিনিটে অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম সফেনকে গ্রেপ্তারের বিষটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, অর্থ লেনদেন ও অভ্যন্তরীণ বিরোধের জের ধরে উপজেলার চিনিতোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে আল আমিন (৩৫)কে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যার মিশন বাস্তবায়নের জন্য পৌর এলাকার চাকদহ চরপাড়া গ্রামের আ: করিমের ছেলে মেহরাব হোসেন খোকন (৩০), শামসুল হকের ছেলে সবুজ (৩২) এবং হায়দার আলীর ছেলে লিটন (২৮) এই তিন জন মাঠে নামে।
৩০ জুলাই ভোর সাড়ে ৬টার দিকে তারা গোবিন্দগঞ্জ বাজারে পৌঁছলে আরেকটি গাড়ির সাথে ধাক্কা লাগে। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে রাম দা-চাইনিজ কুড়াল ছিটকে পড়ে। উপস্থিত জনতার ডাকচিৎকারে টহল পুলিশ এগিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করলে আল আমিনকে হত্যার পরিকল্পনা ভেস্তে যায়।
ওসি রেজাউল করিম বলেন-গ্রেপ্তারকৃতদের জবানবন্দিতে জানাগেছে, সফেন হত্যার পরিকল্পনা এবং অস্ত্র সরবরাহকারি। গতকাল ৩০ জুলাই বেলা ১১টার দিকে সফেনকে জামালপুর বাসা থেকে গ্রেপ্তার করা হলেও; মামলা এবং দন্তের স্বার্থে প্রকাশ করা হয় নি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইতোপূর্বে ২০১৬ সালের ৩০নভেম্বর চাঁদার দাবিতে মেলান্দহ সাবরেজিস্ট্রার নূরে আলমকে মারধর ও ভাংচুরের ঘটনায় সফেনকে গ্রেপ্তার করেছিল মেলান্দহ থানা পুলিশ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।