
সেবা ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে দায়িত্বরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত বাংলাদেশি সৈনিক আতিকুল ইসলামের জানাজা আজ রোববার ঢাকা সেনানিবাসের ১৩ এমপি ইউনিটের চপার্স ডেন এ অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন- সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ভারপ্রাপ্ত নৌ বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ও সব পদবির সদস্যরা।
জানাজার পর তিন বাহিনী প্রধানরা শহীদের সম্মানে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর, শান্তিরক্ষীর মরদেহ নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে।
উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (Central African Republic) জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সৈনিক আতিকুল ইসলাম দায়িত্ব পালনের সময় গত ২১ জুলাই সেখানে বেলেকো নামক স্থানে দুর্ঘটনাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। প্রয়াত শহীদ সেনাসদস্যের মরদেহ গতকাল শনিবার বিকেলে হযরত শাহজালাল (রা.)আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।